Sunday, 19 May 2013

করাচিতে পিটিআই নেত্রী খুন; এমকিউএম-কে দুষলেন ইমরানি

আর্ন্তজাতিক ডেস্ক :  পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা পিটিআই দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহরা শাহিদ হোসেইন করাচির নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। করাচিতে জাতীয় পরিষদে ২৫০ নম্বর আসনে পুনর্নির্বাচনের আগ মুহূর্তে তিনি নিহত হলেন। আজ এ আসনে পুর্নির্বাচনের কথা রয়েছে। জাহরা শাহিদ ১৫ বছর ধরে পিটিআই দলের হয়ে কাজ করছিলেন।

প্রথম সৌদি নারীর এভারেস্ট জয়

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন সৌদি আরবের নারী। তিনিই এভারেস্টজয়ী প্রথম সৌদি নারী। শুধু প্রথম সৌদি নারীই নন, আরব বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সে তিনি এভারেস্ট জয় করা প্রথম নারী। তার নাম রাহা মোহাররাক (২৫)। পর্বতারোহী দলে তারা চারজন ছিলেন। দলে রাহা ছাড়াও ছিলেন কাতার ও ফিলিস্তিনের দু’জন। তারা নেপালে শিক্ষা প্রকল্পের জন্য ১০ লাখ ডলারের তহবিল সংগ্রহের চেষ্টা করছেন।

Friday, 17 May 2013

মার্কিন ক্রেতাদের আচরণের সমালচনা ইউএসএ টুডেতে

আর্ন্তজাতিক ডেস্ক :  রানা প্লাজা ধসের ঘটনায় বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। বিশ্বের প্রভাবশালী সব দৈনিকে প্রতিদিনই লেখালেখি প্রকাশিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পোশাকশিল্পের ইতিহাসে সবচেয়ে করুণ মানবিক বিপর্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ইউএসএ টুডে শুক্রবার সম্পাদকীয় লিখেছে। এতে দুর্ঘটনার পর বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তে মার্কিন কোম্পানিগুলোর ব্যাপক সমালোচনা করা হয়েছে।

Wednesday, 15 May 2013

নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের আশা ব্যক্ত করেছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিজয়ী মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ শরিফের সঙ্গে দ্রুত সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার রাতে টেলিফোনে নওয়াজ শরিফের সঙ্গে আলাপচারিতায় এ আশাবাদ ব্যক্ত করেন ওবামা। এ সময় তিনি দেশটির নির্বাচনে বিজয়ী হওয়ায় নওয়াজকে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

বিবিসিকে নওয়াজ : অর্থনীতি পুনরুদ্ধার হবে আমার সরকারের প্রধান কাজ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরিফ বলেছেন, জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি পুনরুদ্ধারই হবে তাঁর সরকারের প্রধান কাজ। গতকাল মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়ে নওয়াজ শরিফ বলেন, অর্থনীতি চাঙা করা গেলে তা উগ্রপন্থা, সন্ত্রাসবাদ, দুর্নীতি, দারিদ্র্যসহ বিভিন্ন সমস্যা দূর করায় সহায়ক ভূমিকা রাখবে।

Sunday, 12 May 2013

পাকিস্তানে নওয়াজ শরীফের দল বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ(পিএমএল-এন) জয়লাভ করেছে। বেসরকারিভাবে এ ফল প্রকাশের আগেই এ নির্বাচনে নওয়াজ শরীফ তার বিজয় ঘোষণা করেছেন। পাশাপাশি অন্যান্য দলকে তার সাথে কাজ করার আহবান জানিয়েছেন। শনিবার রাতে লাহোরের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বিপুলসংখ্যক সমর্থকদের উদেদেশে দেওয়া বক্তৃতায় এ ঘোষণা দেন।

Thursday, 2 May 2013

বাণিজ্যে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন

আর্ন্তজাতিক ডেস্ক :সাভারে ভবন ধসে প্রায় ৪১২ জনের নিহত হওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে বিবেচনা করছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ইউরোপের বাজারে পোশাকখাতে বাংলাদেশ অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত (জিএসপি) সুবিধা পেয়ে থাকে, দেশটির পোশাক কারখানায় নিরাপত্তা মান বাড়ানোর ব্যাপারে চাপ দিতে ইইউ নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে। পশ্চিমা দেশগুলোতে পাওয়া শুল্কমুক্ত সুবিধা এবং শ্রমিকের বেতন কম হওয়ার কারণে বছরে বাংলাদেশ থেকে ১৯ বিলিয়ন (এক হাজার ৯০০ কোটি) মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। এর মধ্যে শতাংশ পোশাক যায় ইউরোপের বাজারে। ২৭টি দেশের এই জোটের তরফ থেকে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন ও বাণিজ্য কমিশনার কারেল ডি গুখট একটি বিবৃতিতে বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি জোর দিয়ে জানাচ্ছে, সব কারখানায় আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করতে বাংলাদেশ অবিলম্বে ব্যবস্থা নেবে।”